নবজাতকের প্রথম টিকা কবে দিতে হবে
নতুন বাবা-মায়েদের জন্য নবজাতক শিশুর যত্ন নেওয়াটা চ্যালেঞ্জিং। কীভাবে নবজাতকের যত্ন নিতে হবে, কখন কী করতে হবে, কী করলে ভাল হবে সেসব নিয়ে হাজারো প্রশ্ন থাকে। শিশুর যত্নে খাওয়া থেকে শুরু করে গোসল, মালিশ সব কিছুর প্রতিই যত্নশীল হতে হয়। নবজাতকের যত্নে কি কি করতে হবে, কি করা যাবেনা, ঝুঁকিপূর্ণ লক্ষণ কি কি সেসব নিয়ে টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন ডা. ওমর বিন ইবনে হাসান অধ্যাপক ও বিভাগীয় প্রধান,ঢাকা কমিউনিটি হাসপাতাল।