মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ? আনুষ্ঠানিক অভিযোগ করছে যুক্তরাষ্ট্র
বিবিসি'র প্রতিবেদন অনুযায়ী, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন জনমতকে প্রভাবিত করতে ক্রেমলিন যে চেষ্টা চালাচ্ছে, তা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন দ্রুতই আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ঘোষণা দেবে। ফৌজদারি অভিযোগসহ রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।