সালমান কেন এখনও প্রাসঙ্গিক?
নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র যখন চরম দুঃসময় পার করছিল। ঠিক তখনই এ দেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে সালমান শাহ্'র। সালমান শাহ্ ছিলেন বাংলাদেশ এবং ভারতের অভিনেতাদের ফ্যাশন আইকন। সালমান শাহ্ ১৯৮৫ সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। আজ মহা নায়ক সালমানের ২৮ তম প্রয়ান দিবস। টিবিএস লাইম লাইটের বিশেষ আয়োজন অনুষ্ঠানটি দেখুন।