আইএফআইসি ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে আইএফআইসি ব্যাংককে। বুধবার ব্যাংকটির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেখানে নেই ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান।