গভর্নরের সাথে বৈঠক শেষে যা জানালেন এবিবি`র প্রেসিডেন্ট
ঋণের সুদহার নিয়ে `ক্যাপ` তুলে নিয়েছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ-এবিবি`র প্রেসিডেন্ট সেলিম আর এফ হোসেন। তিনি বলেন, গভর্নরের সাথে ভালো মিটিং হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান কার্যক্রম বহাল থাকলে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরবে।