হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না: নেতানিয়াহু
এদিকে চারদিকে যখন গাজা ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা জোরদার হচ্ছে, সেখানে নেতানিয়াহু এখনও যুদ্ধের ইঙ্গিতই দিয়ে যাচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলছেন, গাজায় হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ করা হবে না। কিন্তু ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল—১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় হামাস নতুন করে সক্ষমতা ফিরে পেয়েছে। গোষ্ঠীটিতে নতুন করে যুক্ত হয়েছে আরও ৩ হাজার যোদ্ধা।