কোটা সংস্কার আন্দোলন: যেভাবে ৫ আগস্ট সাভারে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাফওয়ান
সাফওয়ানের শার্ট ধরে ছেলেকে খুঁজে ফিরছিলেন মা খাদিজা বিন জুবায়েদ। সন্তান ফিরবে না জেনেও এখনও ছেলের ব্যবহার করা জিনিসপত্র আগলে রেখেছেন তিনি। গত ৫ আগস্ট হাসিমুখে ১৫ বছরের সাফওয়ান বিজয় মিছিলের জন্য মায়ের কাছ থেকে বিদায় নিলেও ফেরে লাশ হয়ে। সাভারের এনাম মেডিকেলের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাফওয়ান আখতার।