বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় যা বলছেন ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান
বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় করণীয় নির্ধারণে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর ব্র্যাক সেন্টারে এ সংক্রান্ত অনুষ্ঠানে চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষীপুর, ফেনী এবং কুমিল্লার সিভিল সার্জন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবক শিক্ষাৰ্থী এবং এনজিও প্রতিনিধিরা অভিজ্ঞতার তুলে ধরেন। ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সমাপনী সেশনে সংলাপের সার সংক্ষেপ উপস্থাপন করেন।