বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় কিম জং উনের নির্দেশে ৩০ কর্মকর্তাকে গুলি করে হত্যা করলো উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ায় সম্প্রতি এক ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার মানুষ মারা যান। উত্তর কোরিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে চোসুন টিভি জানিয়েছে, এই ঘটনার পর এই নজিরবিহীন ক্ষতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ওই কর্মকর্তাদের আগষ্ট মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।