পোশাক কারখানার সমস্যা সমাধানে যৌথ অভিযান শুরু হবে: শ্রম উপদেষ্টা
তৈরি পোশাক খাতে শ্রমিকরা নয়; বহিরাগতরা সমস্যা তৈরি করছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই দাবি করলেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, বিভিন্ন দখলদারিত্বে আওয়ামী লীগের যে নেতারা জড়িত ছিল তারা বেশিরভাগই পালিয়েছে। তবে বর্তমানে অসন্তোষ তৈরি, দখলদারিত্বের চেষ্টা যারা করছেন- তাদের মধ্যে বিএনপি নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে যাবে সরকার। ঝুট ব্যবসা নিয়ে যারা সন্ত্রাস করছে- তাদেরও গ্রেপ্তার করা হবে।