ধর্ষণ বা হত্যা নয়, আরজি করের অধ্যক্ষ সন্দ্বীপ ঘোষ কোন মামলায় গ্রেপ্তার?
আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ধর্ষন ও হত্যার ঘটনার পর থেকেই বার বার একটা নাম চাউর হচ্ছিল। তিনি সন্দ্বীপ ঘোষ। আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য সাবেক অধ্যক্ষ। তাকে ২ সেপ্টেম্বর আন্দোলনের মুখে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু ধর্ষন কিংবা হত্যা সংক্রান্ত কোনো বিষয়ে নয়, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আর্থিক দুর্নীতি মামলায়। তাকে হস্তান্তর করা হয়েছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায়।