জামিনে মুক্তি পেলেন সুইডেন আসলাম
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। ৩ সেপ্টেম্বর রাত ৯টায় তিনি ওই কারাগার থেকে ছাড়া পান। ৪ সেপ্টেম্বর সকালে এই তথ্য নিশ্চিত করেছে কারাগার কর্তৃপক্ষ। সুইডেন আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন। এরপর বিভিন্ন কারাগারে তাঁকে রাখা হয়। ২০১৪ সাল থেকে আসলাম কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।