বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তারেকের জানাজায় শিক্ষার্থীদের ঢল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ভোলার চর ফ্যাশনের তারেক নামের এক শিক্ষার্থীর জানাজা সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে অংশগ্রহণ করেন নিহত শিক্ষার্থীর বাবা, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ ও অন্যান্য শিক্ষার্থীরা। উল্লেখ্য নিহত শিক্ষার্থী তারেক গত ৫ আগস্ট অগ্নিদগ্ধ হয়ে মারা যান বলে জানা গেছে। ফলে তাকে চেনা যাচ্ছিলো না এবং তার কোনো খোঁজ মিলছিল না। পরে তারেকের হাতে আংটি দেখে মরদেহ সনাক্ত করে পরিবার।