সাপ্তাহিক ছুটির দিনে ৪৫০ মিলিয়ন ডলার কোথায় গেল?
অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটির দিন রোববার। তাই ওই দিন বন্ধ থাকে অন্যান্য দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের লেনদেন। কিন্তু তা সত্বেও ১১ আগস্ট.. রোববার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কমে যায় প্রায় ৪৫০ মিলিয়ন ডলার। এরপর সেই অর্থের গন্তব্য নিয়ে প্রশ্ন উঠে দেশজুড়ে। সন্দেহের তীর ছোঁড়া হয়, হ্যাকারদের দিকে। অবশেষে জানা গেলে, সেই সাড়ে ৪শ মিলিয়ন ডলার কেন রিজার্ভ থেকে কমল?