মেয়েদের সাফ শিরোপা ধরে রাখার মিশন; গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান
ঠিক দুই বছর আগে, অর্থাৎ ২০২২ এর সেপ্টেম্বরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই অর্জন নিয়ে দেশে ফিরে সাবিনারা সাক্ষী হয়েছিলেন আজীবন মনে রাখার মত কিছু মুহূর্তের। বিমানবন্দর থেকে ফুলের মালা পরিয়ে ছাদ খোলা বাসে করে সাড়া ঢাকা শহর ঘুড়িয়ে সংবর্ধনা দেয়া হয়েছিল নারী ফুটবল দলকে। তাদেরই এবার পালা, সেই শিরোপা ধরে রাখার।