রাশিয়ার দখলকৃত অঞ্চলের সাথে ইউক্রেনের দখলকৃত অঞ্চলের বিনিময় হতে পারে: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'প্রতিশোধ কী জিনিস, তা অনুধাবন করবে রাশিয়া। তারা আমাদের ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু আমাদের ভূখণ্ডে তারা যা করতে চেয়েছিল, সেটি এখন তাদের নিজ ভূখণ্ডেই ফিরে এসেছে। এখন বুঝুক তারা আসলে কী করেছে। ইউক্রেনীয়রা জানে কীভাবে তাদের লক্ষ্য অর্জন করতে হয়।' রাশিয়ার কাছ থেকে দখল করা অঞ্চলগুলোকে 'বিনিময় তহবিল' হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ইউক্রেনে মস্কোর দখল করা অঞ্চলগুলোর সঙ্গে এগুলোর বিনিময় হতে পারে।