ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে বিক্ষোভ করে কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের শাস্তি মওকুফ করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর জানান, দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।