কেন কোটা আন্দোলনে অংশ নিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা?
গত ৫ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। ওই আন্দোলনের শুরুতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় না নামলেও পরে দেখা গেল পুরো আন্দোলনে তাঁরাই ফুয়েলের কাজ করেছেন; বিশেষ করে রাজধানী ঢাকায়। আন্দোলনকারীদের ওপর নির্বিচারে পুলিশের গুলির দৃশ্য দেখে চুপ করে ঘরে বসে থাকতে পারেননি তাঁরা। জীবন বিপন্ন জেনেও নেমে পড়েন রাস্তায়।