যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই গাজায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইসরায়েল
একদিকে বলা হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা জোরদার করার চেষ্টা চলছে, অন্যদিকে গাজায় ক্রমাগত হামলা আর অভিযান চালাচ্ছে ইসরায়েল। ১ সেপ্টেম্বর টানা ৫ম বারের মতন ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। আর এই অভিযানের অংশ হিসেবে জেনিনে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা।