যতক্ষণ আমার চোখ বন্ধ হয়নি, ততক্ষণ লাথি মারছে: আল-আমিন
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ৫ আগস্ট বাড্ডায় অন্যদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ১৬ বছর বয়সী আল-আমিন। সেদিন দুপুরের পরে পায়ে গুলি লাগে তার, মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাটিতে পড়ে থাকা অবস্থায় যতোক্ষণ চোখ খোলা ছিল ততোক্ষণ পিঠে পুলিশ লাথি মেরেছে বলে অভিযোগ করেন আল-আমিন। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন রাজধানী পঙ্গু হাসপাতালে। ইতোমধ্যে বাম পা টি কেটে ফেলতে হয়েছে তার।