ভাইরাল হওয়া ভিডিওটি বগুড়ার জেরিনের, মৃত্যুর বিষয়টি ছিল গুজব
বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের মধ্যে বগুড়ার সাতমাথায় এক কলেজছাত্রী গুলিবিদ্ধ হন ১৮ জুলাই। সেদিনের সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সম্প্রতি। ভিডিও শেয়ার করে অনেকে লেখেন 'ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে একজন শিক্ষার্থীর প্রাণ হারিয়ে লুটিয়ে পড়ার দৃশ্য এটি।' খোঁজ নিয়ে জানা যায়, লুটিয়ে পড়া ওই শিক্ষার্থী নুসরাত জাহান জেরিন। তার মৃত্যুর বিষয়টি গুজব। চিকিৎসা নিয়ে সুস্থ্যভাবে বেঁচে আছেন তিনি।