২০১৮-২০২৪: শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজ কতটা হল?
২০১৮ সালে 'শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম' তৈরির কার্যক্রম শুরু হলেও ২০২৪ এ এসেও এগোয়নি কিছুই। গত ৬ বছরে মাঠের কাজ না হলেও, বেড়েছে বাজেট। বসানো হয়নি একটি খুটিও। আপাতত মাঠটিকে খেলার উপযুক্ত বানাতেই মনোনিবেশ করবে বিসিবি। তবে বদলানো হবে নাম ও নকশা।