বিএসইসি কেন ডিএসই’র স্বতন্ত্র পরিচালক নির্বাচন করল?
ডিএসই'র ৭ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি। এরমধ্যে আছেন ডিএসই'র সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান। এছাড়া অর্থমন্ত্রণালয়, সামরিক বাহিনী ও বেসরকারি ও উন্নয়ন খাতের ব্যক্তিরা আছেন।