পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে চেষ্টা চলছে
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পুলিশে নতুন করে সংস্কারের পথ খুলে দিয়েছে বলে মনে করেন পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। আন্দোলনকালীন পুলিশ বাহিনীতে কেমন অস্থিরতা তৈরি হয়েছিল এবং কিভাবে তা সামাল দেয়া হয়েছে সে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। পুলিশকে সুশৃঙ্খল করা, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা এবং তাদের কাজে রাজনৈতিক প্রভাব দূর করার চেষ্টা চলছে বলে জানান পুলিশ মহাপরিদর্শক।