ভুক্তভোগীর মুখে লাশের স্তূপ সাজানো সেই পুলিশ কর্মকর্তার নির্যাতনের বর্ণনা
ঢাকার আশুলিয়ায় একটি ভ্যানে নিথর দেহ তুলছেন কয়েকজন; গায়ে পুলিশের ভেস্ট ও মাথায় পুলিশের হেলমেট। সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত না হলেও হাত দেখে অন্তত ৩ ব্যক্তি বুঝা যায়। চাদর ও ব্যানার জাতীয় কিছু দিয়ে দেহগুলো ঢেকে দেয়া হয়েছে— এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, পুলিশের ভেস্ট পরা ব্যক্তি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আরাফাত হোসেন। আন্দোলনের শুরু থেকেই পুলিশের এই কর্মকর্তা আন্দোলনকারীদের নির্যাতন ও হেনস্তা করেছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠক।