খুলনার পাম্পগুলোতে মিলছে না জ্বালানি তেল
দাম কমানোর ঘোষণার প্রথমদিনে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে খুলনার অধিকাংশ পাম্প। তারা বলছে, পূর্ব ঘোষণা না দিয়ে হঠাৎ করে তেলের দাম কমানোয় লোকসান গুণতে হবে তাদের। রিজার্ভে থাকা তেল পূর্বের দামেই বিক্রি করতে চান তারা। দুয়েকটা পাম্প তেল বিক্রি করলেও রাখছে আগের দামই।