আবারও প্রমাণ করো মানুষের সেবার জন্যই এসেছো: স্বাস্থ্য উপদেষ্টা
চিকিৎসককে মারধরের প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য 'কমপ্লিট শাটডাউন' এর ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি চিকিৎসকরা। ১ সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ সংবাদমাধ্যমকে এই কর্মবিরতির কথা জানান। এর কিছুক্ষণ পরই স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকদের শাটডাউন তুলে নেয়ার আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।