রংপুরে সাড়া ফেলেছে ভাড়ায় স্কুটি সার্ভিস
নিজের বাহন নেই। কিন্তু নিজের মতো করে শহর ঘুরতে চান আপনি? একটি ব্যাটারিচালিত স্কুটি চালানোর জন্য ভাড়া নিয়ে নিন। তারপর কাজ শেষে আবার ফেরত দিয়ে যান। এমন সুযোগ সৃষ্টি হয়েছে উত্তরের জেলা রংপুরে। মিনিটে দুই টাকা করে স্কুটি ভাড়া দিচ্ছে রংপুর স্কুট লিমিটেড।