যেভাবে শেখ হাসিনা সংবিধানের এক-তৃতীয়াংশকে সংশোধন-অযোগ্য করেছিলেন
১৯৯৮ সালে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী থাকার সময়, আপিল বিভাগ শাহরিয়ার রশিদ খান বনাম বাংলাদেশ মামলার রায়ে বলে, "একটি মন্ত্রিসভা কোনো আইন প্রণয়নের মাধ্যমে তার পরবর্তী মন্ত্রিসভাকে বাধ্য করতে পারে না এবং তাই সংসদ কোনো অসংশোধনযোগ্য বা বাতিল অযোগ্য আইন পাস করতে পারে না।" সেসময় এ রায়টি বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল।