সময় হলে এস আলম ইস্যুতেও কথা বলবেন পি কে হালদার!
বাংলাদেশের শিল্প গ্রুপ এস আলম ইস্যুতে প্রশ্ন করা হলে এভাবেই এড়িয়ে যান কলকাতায় আটক পি কে হালদার। দ্রুত হেটে উঠে বসেন প্রিজন ভ্যানে। ক্যামেরার সামনে কথা না বললেও বেশ স্বাভাবিক আচরণ করতে দেখা গেছে বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পি.কে হালদারকে।