এস আলমের গাড়ি সরানোর দায়িত্ব পালন করলেন বিএনপি নেতারা!
বিএমডব্লিউ, মার্সিডিজ, অডি, পোরশে, রেঞ্জরোভারসহ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যবহৃত মোট ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার কাজ করেছেন চট্টগ্রামের কয়েকজন বিএনপি নেতা। প্রতিবেদনে উল্লেখিত মীর গ্রুপের সঙ্গে মীর সিমেন্ট ও মীর আক্তার সংশ্লিষ্ট মীর গ্রুপের কোনো সংশ্লিষ্টতা নেই।