এস আলম গ্রুপের ব্যবসা-বাণিজ্যের হিসাব ও ঋণের আমলনামা
১৯৮৫ সালে টিনের এজেন্ট হিসেবে ব্যবসায় শুরু করেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। এরপর ৩৯ বছরে তার প্রতিষ্ঠিত গ্রুপটি অঢেল সম্পদের মালিক বনে গেছেন। তবে অভিযোগ রয়েছে, ব্যাংক ঋণ নিয়ে লুটের মাধ্যমে এসব সম্পদ গড়েছেন তিনি। পাচারও করেছেন বিপুল অংকের টাকা।