হ্যাটট্রিকের সংখ্যায় মেসি-রোনালদোকে ছাড়িয়ে যেতে পারবেন হলান্ড?
সবচেয়ে বেশি হ্যাট্রিক করা বিবেচনায় কে এগিয়ে? কেউ বিবেচনা করে কে কতটি হ্যাট্রিক করেছেন, আবার কেউ বিবেচনা করেন কত ম্যাচে হ্যাট্রিক করেছেন। যেই খাতাই খোলা হোক, মেসি-রোনালদো যে সবার ওপরে থাকবেন সেটি আলাদা করে বলার নেই। তবে এর মাঝেও একজন আছেন যিনি হ্যাট্রিকের সামগ্রিক রেকর্ডও ভেঙেচুরে দিতে পারেন।