১০১টি মামলার মধ্যে ৯২টি হত্যা মামলা হয়েছে বিভিন্ন থানায়
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার সেঞ্চুরি পূর্ণ হয়েছে। গত ১৩ থেকে ২৯ আগস্ট এই সময় এসব মামলা হয়েছে। এর মধ্যে গণহত্যার অভিযোগে ৮ টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দাখিল হয়েছে। আর ৯২ টি হত্যা মামলা দায়ের হয়েছে দেশের বিভিন্ন থানায়।