দেশের অর্থনীতিতে দুর্নীতি রোধে রূপরেখা দেবে শ্বেতপত্র কমিটি
শ্বেতপত্র কমিটি কোনো দুর্নীতি ধরবে না, দুর্নীতির কারণ ও মাত্রা তুলে ধরবে। দুর্নীতি প্রতিরোধে রূপরেখাও তুলে ধরা হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে শ্বেতপত্র কমিটির প্রথম বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।