এমবাপ্পের এক্স অ্যাকাউন্টে বিতর্কিত পোস্ট: হ্যাকারদের দুষলেন ফ্রেঞ্চ সুপার স্টার
ফুটবলভক্তদের জন্য ২৯ আগস্টের সকালটা ছিল মিশ্র অনুভূতিতে ঘেরা। কেনই বা হবে না? ঘুম থেকে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম "এক্স" এ ঢু মেরেই, লেগেছে ধাক্কা। কারণ, ফ্রেঞ্চ সুপার স্টার কিলিয়ান এমবাপ্পের করা একাধিক টুইট।