কোটা সংস্কার আন্দোলন: গতি ধরে রাখার অন্যতম কারিগর উমামা ফাতেমা
২০১৮-১৯ সেশনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই পরিচয় ঘটে নানা অনিয়মের সঙ্গে। ওই সময়টাতেই প্রস্তুতি চলতে থাকে প্রতিবাদের। ৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সক্রিয় অংশগ্রহণ ছিল ঢাবির বায়োকেমিস্ট্রি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী উমামা ফাতেমার। ওই আন্দোলনকে গতিশীল করতে নারী উপস্থিতি বাড়ানোর দরকার ছিল। এ জন্য যেসব সমন্বয়ক কাজ করেছেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ফাতেমা।