শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন
সম্প্রতি কোটাবিরোধী আন্দোলন ও সরকার পতনের আন্দোলনে কয়েকশো মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ও শিশু–কিশোর। এছাড়া আন্দোলনের সময় আহত হয়ে হাত, পা বা দৃষ্টি হারিয়েছে এ সংখ্যাটাও কম নয়। এর ফলে আহতরা বা নিহতদের পরিবার, বন্ধুদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হবার মতো অবস্থার মধ্য দিয়ে গেছে, যা স্বল্পমেয়াদি থেকে দীর্ঘমেয়াদি মানসিক সমস্যা তৈরি করতে পারে। মানসিক এই সমস্যাকে গুরুত্ব না দিলে এটি দীর্ঘদিন থেকে যাবে। সেজন্য পরিবর্তিত এই সময়ে সকলের মানসিক স্বাস্থের যত্নে কি করতে হবে তা নিয়ে টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন... ডা. তানজিনা আহমেদ চাকলাদার সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ।