গাজী কারখানার ভবনে অভিযান চালানো যাচ্ছে না কেন?
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ভেতরে পাঠানো ফায়ার সার্ভিসের ড্রোনের ফুটেজে কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। ভবনের চার, পাঁচ ও ছয় তলার ফ্লোর ধসে পড়েছে। কিছুক্ষণ পরপরই বিকট শব্দে খসে পড়ছে ভবনের পলেস্তারা এবং দেয়ালের ইট। এমন পরিস্থিতিতে ভেতরে প্রবেশ করে উদ্ধারকাজ চালানো অসম্ভব বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।