যেভাবে স্বল্প সময়ের জন্য নিবন্ধিত হয়ে বার্সাকে বাঁচালো ওলমো
চলতি ট্রান্সফার উইন্ডোতে ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোকে দলে ভেড়ায় বার্সেলোনা। কিন্তু তাকে দলে টানলেও, লা লিগার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের নীতির বেড়াজালে আটকে যায় অর্থ সংকটে ধুঁকতে থাকা বার্সেলোনা। ওলমো কবে মাঠে নামতে যাচ্ছে তা নিয়ে ছিল শঙ্কা। তবে অবশেষে ২ ম্যাচ পর সাময়িক সময়ের জন্য তাকে নিবন্ধন করতে পেরেছে বার্সা।