পবিত্র আল-আকসা প্রাঙ্গণে ইহুদি উপসানলয় চেয়ে বিপাকে নেতানিয়াহুর মন্ত্রী
ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে আল আকসা নিয়ে। ২৬ আগষ্ট ইসরায়েলি এ মন্ত্রী বলেছেন, তিনি সুযোগ পেলে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একটি ইহুদি উপাসনালয় তৈরি করবেন। তাঁর এ বক্তব্য নিয়ে সৌদি আরব, কাতার, জর্ডানসহ অনেকে ক্ষোভ জানাচ্ছে। ইসরায়েল সরকারের নীতিমালা নিয়েও প্রশ্ন উঠেছে।