প্ল্যান নয়, নতুন জ্বালানী নীতি প্রণোয়নের তাগিদ বিশ্লেষকদের
আপৎকালিন পরিকল্পনা নয়, জ্বালানী খাত নতুন নীতিমালা প্রণোয়ন করতে হবে। এ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় জ্বালানী খাতের সমস্যা সমাধান করা যাবে না। সিপিডি আয়োজিত আলোচনায় এসব বলেন জ্বালানী বিশেষজ্ঞরা।