চ্যাটজিপিটি’র সঙ্গে পাল্লা দিতে ইলন মাস্কের এক্সএআই গ্রোক-২
আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট তৈরিতে উঠেপড়ে লেগেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ইতিমধ্যে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি এআই চ্যাটবট 'চ্যাটজিপিটি'-এর সঙ্গে পাল্লা দিতে নিজস্ব চ্যাটবট চালু করেছেন মাস্ক। নাম দিয়েছেন গ্রোক। এবারে 'গ্রোক' নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটটির নতুন সংস্করণ বা 'গ্রোক ২' এ সপ্তাহেই উন্মুক্ত করার কথা বলেছেন তিনি।