যুক্তরাষ্ট্র ছাড়া যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়, জানালেন জেলেনস্কি
পূর্ব ইউক্রেনের একের্ পর এক অঞ্চল দখলে নিচ্ছে রাশিয়া। রুশ বাহিনী একটু একটু করে এগুচে্ছ রাজধানী কিয়েভের দিকে। যুদ্ধে ক্রমেই পিছু হটছে ইউক্রেনের সেনারা। এরইমধ্যে হাতছাড়া হয়েছে দেশের এক পঞ্চমাংশ। এমন পরিস্থিতিতে নিজের অক্ষমতার কথা স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানালেন, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। হতাশ জেলেনস্কি এরমধ্যে নিজের দীর্ঘ দিনের সহকারী সের্হি শেফিরকে বরখাস্ত করেছেন, বরখাস্ত করেছেন কয়েকজন উপদেষ্টাকেও। সশস্ত্রবাহিনীর প্রধানকেও বরখাস্ত করা হয়েছে। তাহলে কি চূড়ান্ত বিজয়ের দিকে এগুচ্ছে রাশিয়া? চলুন জেনে নেই কেন বিপাকে পড়েছে ইউক্রেন?