কাশ্মীরেই দেখা মিলবে ‘গেম অব থ্রোনস’ এর টিরিয়নের!
অবিকল পিটার ডিঙ্কলেজ! বিদেশে নয়, কাশ্মীরেই দেখা মিলবে 'গেম অব থ্রোনস'-এর টিরিয়নের।
গবেষণা অনুযায়ী, পৃথিবীতে অন্তত সাত জন এমন মানুষকে খুঁজে পাওয়া যাবে যারা দেখতে একই রকম। চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন হলেও তাদের শারীরিক গঠনে ৯৯ শতাংশ মিল রয়েছে। তবে বাস্তবে তাদের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া দুঃসাধ্য।
কিন্তু এই অসাধ্য সাধন হয়েছে। খোঁজ পাওয়া গিয়েছে এ রকমই এক 'ডোপেলগ্যাঙ্গার'-কে। বিখ্যাত হলিউড অভিনেতা পিটার ডিঙ্কলেজের সঙ্গে হুবহু মিল রয়েছে তার।
'প্রাইম টাইম', 'এমি' এবং 'গোল্ডেন গ্লোব' পুরস্কৃত হলিউড অভিনেতা পিটার হেইডেন ডিঙ্কলেজ। ১৯৯৫ সাল থেকে হলিউডে কাজ করলেও বড় সুযোগ মেলে ফ্যান্টাসি-ড্রামা সিরিজ 'গেম অব থ্রোনস'-এ। টিরিয়ন ল্যানিস্টার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার আরও একটি পরিচিতি গড়ে ওঠে।
এত বড় মাপের অভিনেতার দেখা মিলবে কাশ্মীরের উপত্যকায়? তা মনে হয় স্বপ্নেও ভাবতে পারেননি বলিউডের পরিচালক ইমতিয়াজ আলি। সাথেসাথে সেলফি তুলে নেটমাধ্যমে তার অনুরাগীদের জানান তিনি।
পিটারের সাথে চেহারায় মিল থাকা এই ব্যক্তির নাম তারিক আহমেদ মীর। দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা তিনি। অনন্তনাগ জেলার অন্তর্গত বুনথাম গ্রামে মা এবং বড় ভাইয়ের সঙ্গে থাকেন তারিক। একটি ছোট্ট মুদির দোকান রয়েছে তার। চার ভাই ও দুই বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। তারিকের বাবা ছিলেন কৃষক এবং অসুস্থতার কারণে মারা যান তিনি।
পহেলগাঁও উৎসবে ইমতিয়াজ যখন তারিককে 'টিরিয়ন ল্যানিস্টার' বলে সম্বোধন করেন, তিনি আকাশ থেকে পড়েন! টিরিয়ন কে, চেনেনই না তারিক। পরে নিজের মোবাইল থেকে আটটি সিজনের মোট ৭৩টি পর্ব পর পর দেখেন। পিটার ডিঙ্কলেজের অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান তিনি।
শুধু একই রকম দেখতেই নয়, শারীরিক গঠনেও সাদৃশ্য রয়েছে। পার্থক্য শুধু উচ্চতায়। পিটারের থেকে মাত্র দুই ইঞ্চি উচ্চতা কম তারিকের। বলিউড থেকে ডাক এলে তারিকের জীবনে আমূল পরিবর্তন আসে। বামন বলে তাকে যারা হেয় করতেন, এখন তারাই তারিককে নিয়ে মাতামাতি করা শুরু করেন।
'ভারত' ছবিতে সালমান খানের সঙ্গে প্রথম কাজ করার সুযোগ পান তারিক। এর পর 'মারজাভা' ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব আসে তার কাছে। কিন্তু সে সময় কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার কারণে পরিচালকের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি তারিক। পরে সেই চরিত্রে অভিনয় করেন রীতেশ দেশমুখ।
একতা কাপুরের আসন্ন ছবি 'ইউ টার্ন'-এ তারিককে আবার বড় পর্দায় দেখা যাবে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন পূজা বেদীর কন্যা আলিয়া এফ। তারিকের জীবনে এখন একটাই স্বপ্ন, পিটার ডিঙ্কলেজের সঙ্গে দেখা করতে চান তিনি!
সূত্র: আনন্দবাজার পত্রিকা