মারা গেছেন বন জভির প্রথম বেজিস্ট অ্যালেক জন

বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড বন জভির সাবেক বেজিস্ট অ্যালেক জন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
এক টুইটার বার্তায় এ খবর জানিয়েছে ব্যান্ডটি।
১৯৮৩ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ব্যান্ডটিতে ছিলেন অ্যালেক।
তিনি কীভাবে বা কোথায় মারা গেছেন এখনো সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
১৯৮৩ সালে নিউ জার্সির স্যারিভিলে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যান্ডটি। ব্যান্ডটির প্রতিষ্ঠাকালীন বেজিস্ট ছিলেন অ্যালেক জন।
কন্ঠশিল্পী জন বন জভি তার স্মৃতিচারণ করে লিখেছেন, "সত্যি বলতে, আমরা ওর মাধ্যমেই নিজেদের খুঁজে পেয়েছিলাম"।
- সূত্র: বিবিসি