'গুডফেলাস' সিনেমার অভিনেতা রে লিওটা মারা গেছেন
হলিউড সিনেমার অভিনেতা রে লিওটা ৬৭ বছর বয়সে মারা গেছেন। তিনি 'ফিল্ড অভ ড্রিমস', মার্টিন স্করসেজি'র মব ক্লাসিক 'গুডফেলাস' ইত্যাদি সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
লিওটা ডমিনিকান রিপাবলিকে 'ডেঞ্জারাস ওয়াটারস' নামের একটি সিনেমার শ্যুটিং করছিলেন। ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী তার একজন কন্যা কারসেন ও ফিঁয়সে জেসি নিটোলো রয়েছেন। নিটোলো ও লিওটার বিয়ে হওয়ার কথা ছিল।
১৯৮৬ সালে 'সামথিং ওয়াইল্ড' সিনেমার মাধ্যমে সবার নজরে আসেন রে লিওটা। এরপর কেভিন কস্টনারের সাথে জুটি বেঁধে 'ফিল্ড অভ ড্রিমস'-এ অভিনয় করে আরও প্রশংসা কুড়ান তিনি।
১৯৯০ সালে মার্টিন স্করসেজি'র 'গুডফেলাস' সিনেমায় অভিনয় তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা কাজ। সেখানে তিনি বাস্তব জীবনের মবস্টার হেনরি হিলের ভূমিকায় অভিনয় করেন। ওই সিনেমায় আরও ছিলেন জো পেসি, রবার্ট ডি নিরো'র মতো হলিউডের বাঘা বাঘা তারকারা।
১৯৫৪ সালের ১ ডিসেম্বর নিউ জার্সি'র নিউয়ার্কে জন্মগ্রহন করেন রে লিওটা।