'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের দোষ স্বীকার
হলিউড তারকা ম্যাথিউ পেরির মাদক-সম্পর্কিত মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ড. মার্ক চাভেজ আদালতে তার দোষ স্বীকার করেছেন। খবর বিবিসি'র।
৫৪ বছর বয়সী চাভেজ লস অ্যাঞ্জেলেস আদালতে ম্যাথিউ পেরির কাছে কেটামিন সরবরাহের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেন। চাভেজ ছাড়াও পেরির মৃত্যুর ঘটনায় আরও চারজন অভিযুক্ত রয়েছেন।
চাভেজ কেটামিনের একটি ক্লিনিক পরিচালনা করতেন। তার কাছ থেকে কেটামিন লজেন্স কিনে পরবর্তীতে তা ম্যাথিউ পেরিকে সরবরাহ করতেন ড. সালভাদর প্লাসেনসিয়া।
ড. চাভেজ স্বীকার করেছেন, তিনি তার ক্লিনিক ও একটি পাইকারি সরবরাহকারীর মাধ্যমে জাল প্রেসক্রিপশন ব্যবহার করে কেটামিন সংগ্রহ ও বিক্রি করতেন।
প্রসিকিউটররা জানান, পেরির সহকারী কেনেথ ইওয়ামাসা, এই দুই চিকিৎসকের সঙ্গে মিলে পেরিকে ৫০ হাজার ডলারেরও বেশি মূল্যের কেটামিন সরবরাহ করেছিলেন।
মামলায় অভিযোগ আনা হয়, আসামিরা ম্যাথিউ পেরির 'কেটামিন' আসক্তির সুযোগ নিয়ে তার ফায়দা লুটেছে। তদন্তে দেখা গেছে, ওই দুই চিকিৎসক এক বার্তায় পেরির কাছ থেকে কীভাবে আরও বেশি টাকা নেওয়া যাবে তা নিয়ে আলোচনা করেন, যেখানে একটি বার্তায় লেখা ছিল, "এই বোকা কেটামিনের জন্য কত দেবে, ভাবছি"।
মামলার তদন্তে সহায়তা ও দোষ স্বীকারের বিনিময়ে চাভেজ কম শাস্তি পেতে পারেন, তবে তারপরও তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে। চাভেজের আইনজীবী বলেন, "তিনি দোষ স্বীকার করেছেন এবং সহযোগিতা করছেন"।
চাভেজ তার পাসপোর্ট জমা দিয়েছেন এবং চিকিৎসা লাইসেন্সও ছেড়ে দিতে সম্মত হয়েছেন। তবে আগামী ২ এপ্রিল ২০২৫ পর্যন্ত শাস্তি ঘোষণার আগে পর্যন্ত তিনি জামিনে মুক্ত থাকবেন।
গত বছরের অক্টোবর মাসে আচমকাই মৃত্যুবরণ করেন 'ফ্রেন্ডস' সিরিজ খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরি। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়ির সুইমিং পুলেই অচেতন অবস্থায় পাওয়া যায় ৫৪ বছর বয়সী জনপ্রিয় এই অভিনেতাকে। মেডিক্যাল রিপোর্টে থেকে জানা যায়, নিষিদ্ধ মাদক কেটামিনের ওভারডোজের কারণে মৃ্ত্যু হয় তার।
কেটামিন হলো হ্যালুসিনোজেনিক বৈশিষ্ট্যযুক্ত একটি ড্রাগ। এটি অবৈধভাবে অচেতন করতে এবং বিনোদনমূলক হ্যালুসিনোজেনিক প্রভাবের জন্য অনেকে ব্যবহার করে থাকেন। অনেকক্ষেত্রে এই ড্রাগটি ডাক্তারের পরামর্শে মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়ে থাকে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন