ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন জিতলো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়ন পুরস্কার জিতেছে স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার-এর প্রথম ইংরেজি সিনেমা 'দ্য রুম নেক্সট ডোর'।
আসরের শুরুতে টিলডা সুইন্টন এবং জুলিয়ান মুর অভিনীত চলচ্চিত্রটির প্রিমিয়ার দেখার পর দর্শক ও অতিথিরা টানা ১৮ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন (স্ট্যান্ডিং ওভেশন) জানান । ভেনিসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশনের মধ্যে এটি একটি। সিনেমায় ইউথেনেশিয়া (স্বেচ্ছামৃত্যু) এবং জলবায়ু সংকটের মতো গুরুতর বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
২০১৯ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা স্মারকে ভূষিত হন পেদ্রো। ১৯৯৯ সালে তিনি 'অল অ্যাবাউট মাই মাদার' সিনেমার জন্য সেরা বিদেশি ভাষা বিভাগে অস্কার জিতেছিলেন।
৭৪ বছর বয়সে এসে পেদ্রো ইংরেজি ভাষায় চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন। প্রিমিয়ারের আগে তিনি বলেন, তার সিনেমাটি জীবনের গুরুত্বকে তুলে ধরেছে, এটি স্পষ্টভাবে এই বার্তা দিতে চেয়েছে— মানুষ যেন তাদের পছন্দ অনুযায়ী সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারে। এটি ইউথেনেশিয়ার (স্বেচ্ছামৃত্যু) পক্ষে একটি চলচ্চিত্র।
পেদ্রো যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সমালোচনা করেন, যেখানে তথাকথিত 'দয়া করে হত্যা' (মার্সি কিলিং) বেআইনি, যদিও তার নিজ দেশ স্পেনে এটি বৈধ।
এছাড়া, মাউরা দেলপেরো পরিচালিত 'ভেরমিলিয়ো' দ্বিতীয় পুরস্কার সিলভার লায়ন জিতে নিয়েছে।
শনিবার ভেনিসে থাকলেও, নিকোল কিডম্যান আকস্মিকভাবে মায়ের মৃত্যুর খবর পেয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তিনি জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। 'বেবিগার্ল' চলচ্চিত্রে যৌন আকাঙ্ক্ষায় ডুবে থাকা দৃঢ়চেতা সিইও রোমি চরিত্রে তার অভিনয় জুরিদের মন কেড়েছে।
দ্য কোয়াইট সন সিনেমায় অভিনয় করে ফ্রান্সের ভিনসেন্ট লিনডন সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
সেরা পরিচালকের পুরস্কারটি বাগিয়ে নিয়েছেন আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ব্র্যাডি করবেট, তার সাড়ে তিন ঘণ্টার দীর্ঘ সিনেমা দ্য ব্রুটালিস্ট পরিচালনার জন্য। সিনেমাটি একজন হাঙ্গেরিয়ান হলোকাস্ট জীবিত ব্যক্তির গল্প, যিনি যুক্তরাষ্ট্রে তার জীবন পুনর্গঠনের চেষ্টা করেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদ্রিয়েন ব্রডি।
সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন মুরিলো হাওসার এবং হেইটর লোরেগা, তাদের চলচ্চিত্র আই এম স্টিল হেয়ার-এর জন্য, যা ব্রাজিলের সামরিক একনায়কতন্ত্রের প্রেক্ষাপটে নির্মিত। অন্যদিকে, গর্ভপাত বিষয়ক ড্রামা এপ্রিল-এর জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন জর্জিয়ান পরিচালক ডিয়া কুলুমবেগাশভিলি।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন