আইএমডিবি’র জরিপে এ বছরের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমা-সিরিজ যেগুলো
হলে মুক্তি পাওয়া সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমার আইএমডিবি তালিকায় স্থান পেয়েছে শাহরুখ খানের জওয়ান ও পাঠান, রজনীকান্তের জেইলার ও সানি দেওলের গাদার ২।
আইএমডিবি'র বছরশেষের এ তালিকায় বক্স অফিসে চমক দেখানো সিনেমাগুলোই এগিয়ে রয়েছে। এ ছবিগুলো এ বছর ভারতের সবচেয়ে হিট সিনেমার তকমা পেয়েছিল।
অন্যদিকে বছরজুড়ে স্ট্রিম হওয়া সেরা ১০ জনপ্রিয় সিনেমার শীর্ষ দুই স্থান লাভ করেছে নেটফ্লিক্স। এ দুটো সিনেমা হলো লাস্ট স্টোরিজ ২ ও জানে জান।
আর স্ট্রিমিং সিরিজের ক্ষেত্রে শীর্ষ দুই স্থান লাভ করেছে প্রাইম ভিডিও'র সিরিজ ফারজি ও নেটফ্লিক্স-এর সিরিজ গানস অ্যান্ড গুলাবস।
আইএমডিবি'র ওয়েবসাইটে সারাবিশ্ব থেকে মাসে ২০ কোটি মানুষ ঢু মারেন। এসব ভিউ থেকে শীর্ষ সিনেমা ও সিরিজের তালিকা তৈরি করে সংস্থাটি।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত হলে মুক্তি পাওয়া সিনেমা, স্ট্রিমিংসেবায় প্রচারিত সিনেমা ও সিরিজ থেকে এ তালিকা তৈরি করা হয়েছে।
হলে মুক্তি পাওয়া জনপ্রিয় ১০ ভারতীয় সিনেমা, আইমডিবি–২০২৩
জাওয়ান
পাঠান
রকি অওর রানি কি প্রেম কাহানি
লিও
ওএমজি ২
জেইলার
গাদার ২
দ্য কেরালা স্টোরি
তু ঝুটি ম্যায় মক্কর
ভোলা
স্ট্রিমিং সার্ভিসগুলোয় মুক্তি পাওয়া জনপ্রিয় ১০ ভারতীয় সিনেমা, আইমডিবি–২০২৩
লাস্ট স্টোরিজ ২
জানে জান
মিশন মঞ্জু
বাওয়াল
চোর নিকাল কে ভাগা
ব্লাডি ড্যাডি
সিরফ এক বান্দা কাফি হ্যায়
গ্যাসলাইট
কাঠাল: আ জ্যাকফ্রুট মিস্ট্রি
মিসেস আন্ডারকাভার
জনপ্রিয় ১০ ভারতীয় ওয়েব সিরিজ, আইমডিবি–২০২৩
ফারজি
গানস অ্যান্ড গুলাবস
দ্য নাইট ম্যানেজার
কোর্রা
অসুর ২
রানা নাইড়ু
দাহাদ
সাস, বাহু অওর ফ্লেমিংগো
স্কুপ
জুবিলী